নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালে ৪০ কেজি ওজনের প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডে মাছুয়াদোনা খালের বিন্তি জালে এ অজগরটি আটকা পড়ে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের পক্ষ থেকে উপজেলা বন বিভাগ এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগে যোগাযোগ করলে, এটা তাদের দায়িত্ব না বলে একে-অপরের ওপর দায় চাপান। এরই মধ্যে দুপুরে কোনো উপায় না পেয়ে ওই বিন্তি জালের মালিক কামালসহ স্থানীয়রা মৃত এ সাপটি মাটিতে পুঁতে ফেলেন।
প্রকৃতি ও জীব বৈচিত্র বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞরা অভিযোগ করে জানান, উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ফাঁদ বসানোর কোন বৈধতা নেই। আইনের প্রয়োগ না থাকায় এবং স্থানীয় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অবহেলার কারণে বনজ এ প্রাণীটি মারা গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান, বন বিভাগের রেঞ্জার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ডেকে প্রকৃত দায় কোন বিভাগের ওপর তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া যাবে।