নোয়াখালীর বার্তা ডটকম: অরাজনৈতিক সামাজিক সংগঠন হেলপিং টিমের রাজধানী ঢাকায় অবস্থানরত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।
গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরার ব্রুকলী রেস্টুরেন্টে উক্ত মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেলপিং টিমের কেন্দ্রীয় সভাপতি নুরুল আমিনের সভাপতিত্ব, ঢাকা কমিটির আহ্বায়ক কেফায়াতুল্লাহ সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় আলোচনা করেন। হেলপিং টিমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, হেলপিং টিম দেওটি ইউনিউন (সোনাইমুড়ী) সভাপতি পলাশ পাঠান, সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাবেক সভাপতি ডাক্তার মনির হোসেন, হেলপিং টিমের সদস্য মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, শামিম আহমেদ, ফিরোজ আলম প্রমুখ।
উল্লেখ্য যে অরাজনৈতিক সামাজিক সংগঠন
হেলপিং টিম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের স্থানীয় ও প্রবাসী তরুণ-যুবকদের কে নিয়ে জানুয়ারি ২০১৫ ইং সালে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে দেওটি ইউনিয়ন সহ সোনাইমুড়ী উপজেলায় শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহযোগিতা করা হয়। করোনাকালীন সময়ে গরীব অসহায় ও ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ সহ গরীব রোগী, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহযোগিতা করা। অঅসহায় পরিবারের ছেলে বা মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা করা। রমজান মাসের ফ্রি কোরআন শেখার ব্যবস্থা করা ও বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা সহ নানান কর্মসূচিও পালন করে আসছে সংগঠনটি।