নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ২ এপ্রিল ২০২৩ খ্রি: থেকে প্রতিযোগিতা শুরু করা হবে। প্রতিযোগিতার স্থান/ভেন্যু গুলি হচ্ছে, চাটখিল পৌরসভার জন্য চাটখিল কামিল মাদ্রাসা, ১ নং শাহপুর ইউনিয়নের জন্য সোমপাড়া উচ্চ বিদ্যালয়, ২ নং রামনারায়নপুর ইউনিয়নের জন্য রামনারায়ণ পুর উচ্চ বিদ্যালয়,৩ নং পরকোট ইউনিয়নের জন্য পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়, ৪ নং বদলকোট ইউনিয়নের জন্য বদলকোট উচ্চ বিদ্যালয়, ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের জন্য কামালপুর মো. হাসেম উচ্চ বিদ্যালয়, ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের জন্য পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়,৭ নং হাটপুকুরিয়া ইউনিয়নের জন্য হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, ৮ নং নোয়াখোলা ইউনিয়নের জন্য কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদ্রাসা ও ৯ নং খিলপাড়া ইউনিয়নের জন্য খিলপাড়া উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক বলেন,পবিত্র রমজান মাস হচ্ছে কুরআন নাযিলের মাস তাই আমরা এ মাসে পবিত্র কুরআন তেলওয়াতের একটি প্রতিযোগিতার আয়োজন করি।প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পবিত্র কুরআনের কপি, সনদ এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।