সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা তৈরি করার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জরিমানা ও দখলকারীদের উচ্ছেদ করেছে।
সোমবার দিনব্যাপী চাটখিল পৌর বাজারে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এ সময় প্রতিবন্ধকতা তৈরি করার দায়ে চাটখিল বাজারে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮২ ধরায় ১৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ টি মামলায় এক লক্ষ আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সেই সাথে সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে এই এই ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন সহ চাটখিল থানা পুলিশের একটি টিম।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তায় ইমরানুল হক ভূঁইয়া বলেন চাটখিল বাজারের যানজট একটি নিত্যদিনের সমস্যা এই বাজারে অল্প একটু জায়গা পার হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লেগে যায়। তাই মানুষ যাতে করে নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে এবং গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য চাটখিল উপজেলা চাটখিল থানা ও চাটখিল পৌরসভার যৌথ উদ্যোগে আমাদের এই অভিযান। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে যাদেরকে উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে তারা যদি পুনরায় ফুটপাত দখল করে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্নগতায় তাহলে তাদেরকে পরবর্তীতে তাদেরকে কারাদণ্ড দেওয়া হবে। তিনি আরো বলেন এই রাস্তায় মানুষ হাঁটবে, যানবাহন চলাচল করবে, কিন্তু কাউকে রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।