নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে আজ বুধবার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ছয় তলা ভিত বিশিষ্ট চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল পৌরসভার কাউন্সিলর মোরশেদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা প্রাঙ্গণে উদ্ভোধনী ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এলজিইডি এর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪তলা বিশিষ্ট উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৩২ লক্ষ টাকা।