

নোয়াখালীর বার্তা ডটকম: আজ ১২ রবিউল আউয়াল ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি পরিচালিত কুরআন সেন্টারের উদ্যোগে সারা দেশে হাদিস পাঠ দিবস পালিত হয়েছে। মানুষকে হাদিস পাঠে অভ্যস্ত করার উদ্দেশ্যে সোসাইটি এই দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। সোসাইটির সভাপতি বিশিষ্ট আলেমেদীন মাওলানা আবদুস শহীদ নাসিম এর আহবানে সাড়া দিয়ে দেশব্যাপী পুরুষ ও মহিলারা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে সকাল ১০.০০টা থেকে মাগরিব পর্যন্ত হাদিস পাঠ দিবস পালন করে। হাদিস পাঠ দিবসে হাজার হাজার পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেছেন। এতে সর্বিক সমন্বয় করেন অধ্যক্ষ সালাহ উদ্দীন বিন নূরী ও নূরুল করিম মনির।
দুপুর ১২টায় সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম জুম আইডি ও ফেসবুক লাইভে পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আল্লাহর বিধান ও নির্দেশ আমাদের কাছে পৌঁছার একমাত্র মাধ্যম রসুল সা.। রসুল সা. এর আনুগত্য ও অনুসরণ আল্লাহর আনুগত্যের একমাত্র বাস্তব পন্থা। রসুলের আনুগত্য করার কারণ হলো আমরা কেবলমাত্র রসুলের পদাংক অনুসরণের মাধ্যমেই আল্লাহর আনুগত্য করতে পারি। রাসূলের সনদ ও প্রমাণপত্র ছাড়া মন-গড়াভাবে আল্লাহর আনুগত্য করার সুযোগ নেই। আর রাসুল সাঃ এর আনুগত্য ও অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়া আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের নামান্তর।
তাই তিনি দেশবাসীকে বুঝে বুঝে নিয়মিত হাদিস পাঠের পাশাপাশি প্রতি বছর ১২ রবিউল আউয়াল এই দিবস পালনের আহ্বান জানান।