সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে খাদ্য সহায়তা ও ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী হাসপাতাল।
সেই সাথে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ঝুঁকির প্রভাব দূরীকরণে চাটখিল উপজেলাস্থ চাটখিল ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ছয় মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে হাসপাতালের চত্ত্বরে এ উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান আবুল হাসনাত মো. মোরতাজার সভাপতিত্বে ও পরিচালক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নোয়াখালী জেলা শাখার সূরা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন হাছান, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল বারাকাত,চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর হোসেন রিয়াজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাওলানা মোর্শেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলার সমন্বয়ক সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ঝুঁকির প্রভাব দূরীকরণে পহেলা সেপ্টেম্বর ২৪ থেকে ফেব্রুয়ারি২৫ ছয় মাস ব্যাপী ইমার্জেন্সি ডাক্তার ভিজিট সম্পুর্ন ফ্রি,সকল প্যাথলজিক্যাল টেস্ট উপর ৫০% ছাড়,মাত্র নয় হাজার টাকায় সিজারিয়ান অপারেশন,মাত্র ৫০ টাকায় হেলথ কার্ড এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ ও ইসলামিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার সুযোগ সুবিধা সমূহ ঘোষণা করেন।