চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনের বাড়ি।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহার খিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ঘরের আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় মেম্বার মামুনুর রশীদ মানিক জানান, সন্ধ্যার পরে আমরা আমাদের এলাকার স্থানীয় দোকানে বসে চা খাচ্ছি হঠাৎ একজন খবর নিয়ে আসলো নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন ভাইয়ের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমরা এসে দেখি দোতলা বাড়িটিতে তীব্রভাবে আগুন জ্বলছে। আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা ঘরের কাছাকাছি গিয়ে পানি নিক্ষেপ করার চেষ্টা করেও ব্যর্থ হই। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানাই ফায়ার সার্ভিস ৪৫ মিনিটের মধ্যে চলে আসে কিন্তু ততক্ষণে পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মাসুদুর রহমান শিপন জানান গত ৫ আগস্ট প্রথম আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়, তখন স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পরে আমরা সহপরিবারে ঢাকায় চলে আসি, বর্তমানে আমরা পরিবার ঢাকায় অবস্থান করছে। এই বাড়িতে আমরা পুরো পরিবার সহ বসবাস করতাম, আমি আমার মেয়েদের জন্য ১ হাজার স্কয়ার ফিটের একটি রুম সহ বাড়িটি প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে ইন্টেরিয়র ডেকোরেশন করি। এই অগ্নিকাণ্ডের ফলে আমার বাড়ির আসবাব পত্র সহ সকল গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে এতে করে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ধারণা করছি দুর্বৃত্তরা গান পাউডার দিয়ে আগুন দিয়েছে যার ফলে আগুনে পুড়ে দেওয়ালসহ খসে পড়ে গেছে।
চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আবুল কালাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে করে আগুন পার্শ্ববর্তী কোন বাড়ি বা ঘরের ছড়িয়ে পড়তে না পারলেও আগুন লাগা দোতলা বাড়িটি পুড়ে যায়। এই দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, আগুন লাগার বিষয়টি আমরা শুনেছি তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।