

নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর জেলা চাটখিল উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান, চাটখিল স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান।
আজ বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে চাটখিল স্কয়ার হাসপাতালের হল রুমে এক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক পদে এই পরিবর্তন হয়।
চাটখিল স্কয়ার হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালটির মালিকানা হস্তান্তর হওয়ার মাধ্যমে পরিচালনা পর্ষদে এই পরিবর্তন হয়।
বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন সল্প খরচে এই অঞ্চলে সেবার মান নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো, এছাড়া বিগত দিনের সকল প্রকার বির্তকের অবকাশ ঘটিয়ে নতুন আঙ্গিকে আমরা এই প্রতিষ্ঠানকে সাজাবো।