

সাইফুল ইসলাম রিয়াদ: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাটখিল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ মার্চ চাটখিল পৌরবাজারের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাটখিল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রহমত উল্যাহ’র সভাপতিত্বে চাটখিল স্কয়ার হাসপাতালে এমডি আরিফ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলা সভাপতি ডাক্তার এম এ নোমান। এসময় বক্তব্য রাখেন চাটখিল শিশু হাসপাতালের এমডি ডাক্তার শাহাদাত হোসেন রতন, চাটখিল ইসলামিয়া হাসপাতালের পরিচালক তাওহীদুল ইসলাম, চাটখিল পপুলার হাসপাতালের চেয়ারম্যান সাইফুল্লাহ মানিক, চাটখিল শিশু কিশোর হাসপাতালে এমডি আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় চাটখিল উপজেলার সকল প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।