

নোয়াখালীর বার্তা ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে গণ মিছিলটি চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, চাটখিল পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল।
এসময় তিনি তার বক্তব্যের বলেন ৫ আগস্ট এর পূর্বে যারা দলীয় কর্মকাণ্ড কোনভাবেই সম্পৃক্ত ছিলোনা দলীয় পরিচয় গোপন রেখে চলাফেরা করেছে, কোন কোন ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগ ও প্যাসিস্টদের সাথে সম্পর্ক রেখেছে। ৫ আগস্টের পর দলের পরিচয় বহন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করছে অতি দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও নোয়াখালী জেলার বিএনপি নেতৃবৃন্দের নিকট আহবান করে বলেন গত ১৫ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা অগ্রগামী ভূমিকা রেখে মামলা, হামলা, নির্যাতন সহ্য করেছে আগামী দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনে কমিটিগুলোতে তাদের মূল্যায়ন করা দরকার এতে করে বিএনপির সাংগঠনিক কাঠামো আরো মজবুত হবে।