

সাইফুল ইসলাম রিয়াদ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মাঝে চাটখিল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিনা মূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে।
৪ আগস্ট সোমবার দুপুর ১২ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশের সার্বিক তত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ টি অসহায় পরিবারের প্রতি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক, ৩ লাখ ৬০ হাজার টাকা এবং ২৯ টি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৭ হাজার টাকা করে ২ লক্ষ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলি হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মহিন তরফদার, জাস্টিস ফর জুলাই উপজেলা আহবায়ক আহমেদ রেদোয়ান, ব্যবসায়ী গোলাম রাব্বানী প্রমুখ।
ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ নগদ টাকার চেক পেয়ে উপস্থিত উপকার ভোগী পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে এবং তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।