নোয়াখালীর বার্তাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই শেষে নোয়াখালীতে ১১ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের বিপরীতে ৭১জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। শেষে ঋণ খেলাপি, ভূয়া স্বাক্ষর সংগ্রহ, ভোটার তালিকায় গরমিল ও দলীয় মনোনয়ন না থাকায় ওই ১১ জনকে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তন্ময় দাস। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি আরও জানায়, নোয়াখালী-১ আসনে ভোটার তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোজাহেদ হোসেন, নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া, নোয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন, বিএনপি প্রার্থী শামীমা বরকত লাকী, স্বতন্ত্র প্রার্থী এইচ এম সাইফুর রহমান, আফতাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, নোয়াখালী-৪ আসন থেকে ঋণ খেলাপির দায়ে বিএনপির মনোনীত প্রার্থী শাহীনুর বেগম, ভূয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস এবং নোয়াখালী-৬ আসনে ভূয়া স্বাক্ষরের দায়ে সতন্ত্র প্রার্থী ইকবাল উদ্দিন রাশেদ ও ভূয়া স্বাক্ষর এবং ঋণ খেলাপির দায়ে সাইফুদ্দিন আহম্মদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
যাচাই বাছাই চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নোয়াখালীর ৬টি আসনে বিভিন্ন দল থেকে মোট ৭১জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।