নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে বেকারি, সেমাই, বিস্কুট ও আটা-ময়দার পাঁচটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
রোকনুজ্জামান খান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪২, ৪৩, ৫২ ও ৫৩ ধারার পরিপন্থী হওয়ায় ইউনি ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ২০ হাজার, পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজকে ৩৫ হাজার, ব্রাদার্স অটো ফ্লাওয়ারস মিলকে ৪০ হাজার, গণি ফুড প্রোডাক্টসকে ৪৫ হাজার ও মিল্লাত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযানে ছিলেন।