 
                
নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে শুক্রবার দুপুরের পরের দিকে পুকুরের পানিতে পড়ে আফজাল হোসেন নামক ১৯ মাসের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুটির পিতা মাওলানা কামরুল হাসান একই ইউনিয়নের অমরপুর জামে মসজিদের পেশ ইমাম।
স্থানীয় মসজিদের মুসুল্লী ফয়েজ মোল্লার মাধ্যমে জানা যায়, পরিবারের সকলের অজান্তে শিশু আফজাল তাদের ঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।

 
                         
                 
                 
                 
                