

নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সওদাগর বাড়ির হত দরিদ্র ভ্যান চালক মনির হোসেনের অসুস্থ কিশোরী কন্যা মহিমা আক্তার মিমের পাশে দাড়িয়েছে “আলোকিত নোয়াখালী” পত্রিকা পরিবার। কিশোরী মিমের অসুস্থতা নিয়ে এ এন টিভি, প্রিয় নোয়াখালী ও নোয়াখালীর বার্তাতে সংবাদ প্রচারের পর আলোকিত নোয়াখালী পত্রিকার এডভাইজার মেম্বার,যুক্তরাজ্য প্রবাসী এলাকার প্রিয় মূখ আলম রাব্বানী মেয়েটির চিকিৎসার জন্য ২৫০০০/(পঁচিশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
আলোকিত নোয়াখালী ও ANTV সম্পাদক-প্রকাশক মোঃ আলা উদ্দিনের উপস্থিতিতে এই সময় ছিলেন প্রিয় নোয়াখালী সম্পাদক কামরুল কানন, নোয়াখালীর বার্তার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, আলোকিত নোয়াখালী ও ANTVএর বার্তা প্রধান মোঃ সাকিব।
উল্লেখ্য যে, মহিমা আক্তার মিমের একটি বাল্ব পুরো নষ্ট হয়ে গেছে। ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিউট ও হাসপাতালে নিয়ে কিছুদিন চিকিৎসা করাতে গিয়ে ভ্যান চালক দরিদ্র বাবার হাতের সব সম্ভলই শেষ হয়ে যায় । এক পর্যায়ে বাধ্য হয়ে অসুস্থ্য মেয়েকে নিয়ে গ্রামে চলে এসেছেন। থাকার মত জায়গা নেই অন্যের ভাড়া বাড়িতে মাসে ১০০০ টাকা ভাড়া থাকে। সরকার থেকে তাদের জন্য সরকারি ঘর আসলেও জায়গার অভাবে হচ্ছে না নির্মাণ। দুই মেয়ে এক ছেলেকে নিয়ে চলছে তাদের অভাবি সংসার, মিম বড় মেয়ে। তাদের কপালে তিন বেলার খাবার জুটতেও কষ্ট হচ্ছে।
এই অবস্থায় মিমের শাররীক অবস্থা একদমই নাজুক হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে তাকে ঢাকাতে নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন এখন। চোখের সামনে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলা অনেক অসহায় এই বাবা তার মেয়েকে বাঁচাতে সকলের সাহায্য কামনা করে আকুতি জানাচ্ছেন।
আলোকিত নোয়াখালী সম্পাদক ও প্রকাশক মোঃ আলা উদ্দিন বলেন, আমাদের পরিবারের সদস্য আলম রাব্বানি ভাই ইতোপূর্বেও মানবতার সেবায় অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। আলোকিত নোয়াখালী গত ৬ বছর যাবত এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে থেকে কাজ করে আসছে। আমাদের পত্রিকার পক্ষ থেকে ইতোপূর্বে স্কুল ভিত্তিক কূইজ প্রতিযোগী সহ যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে দেওয়াল লিখলেন মাধ্যমে প্রচারনা চালিয়ে এসেছি। এই ধরনের কার্যক্রম আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তাকে সাহায্য পাঠাতে নিম্নে দেয়া মিমের বাবার বিকাশ পার্সোনাল নাম্বারটিতে যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন।
01792-654778