

নোয়াখালীর বার্তা ডটকমঃ দেশের আধুনিক ব্যাংকিংয়ে শীর্ষ স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা শনিবার থেকে চাটখিলের খিলপাড়া বাজারে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
শনিবার সকাল ১১ খিলপাড়া পশ্চিম বাজারে ব্র্যাক ব্যাংকের এই এজেন্ট শাখা ফিতা কেটে উদ্বোধন করেন রাজনীতিবীদ মফিজ উল্যা ভুইয়া ও সাংবাদিক কামরুল ইসলাম কানন।
এ সময় ব্র্যাক ব্যাংককের এজেন্ট বিষয়ক কর্মকর্তা ইয়াছিন শরীফ, চক্রবর্তী,কফিল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের এই এজেন্ট শাখা সম্পর্কে নাদিম মাহমুদ সাংবাদিকদের জানান, এজেন্ট ব্যাংক হলেও মূল ব্যাংকের সকল সুবিধা এই শাখায় থাকবে এবং দক্ষ জনবল দিয়ে এটি পরিচালিত হবে।