
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে অগ্নিসংযোগ ও লুটের মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি নুরুল হুদা ওরফে সুমন (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. সাদী সুফল সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে চাটখিল থানাধীন ৩ নম্বর পরকোট ইউনিয়নের মেকরারচর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় চাটখিল থানার মামলা নং–০২, তারিখ–১৭/০৮/২০২৪ ইং, ধারা–১৫(৩)/২৫(ডি) দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪ এবং দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৪৪৭/৪৪৮/৩০৭/৩৩২/৩৫৩/৩৭৯/৩৮০/৪৪০/৪৩৫/৪৩৬/৩৪ ধারায় দায়ের করা মামলার আসামি নুরুল হুদা ওরফে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন মেকরারচর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও নাছিমা বেগমের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পরকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো. রুবেল জানান, “এই সন্ত্রাসী নুরুল হুদা সুমন কয়েক মাস পূর্বে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। তার অত্যাচারে চাটখিল পৌরসভার সীমান্তবর্তী এলাকা ও পরকোট ইউনিয়নের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
