
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস সুলতান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় এই সন্ত্রাসী ও মাদক কারবারি নাছির উদ্দিন শিষ (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাছির উদ্দিন শিষ মোহাম্মদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী লাদেন স্বপনের পুত্র তার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা (পাটোয়ারী বাড়ি) গ্রামে।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামি চাটখিল থানার মামলা নং-০৫, তারিখ- ০৯/০২/২০২৫, ধারা ৬(১)(ক)/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর এজাহারনামীয় আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
