

সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা তুহিন খান।
শুক্রবার বিকেলে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবলীগের সদস্য ও চাটখিল উপজেলা প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক রিয়াজ খানা। পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক
ফুয়াদ আল মতিন। জেলা ছাত্রলীগ নেতা সাইফুল গাজী। পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিবিউল হোসেন মিঠু। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান (পুলিশ) ছাত্রলীগ নেতা সুমন খান, ফারান গাজী প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণের সময় তুহিন খান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভাইয়ের নির্দেশে এই মহামারী করোনাকালীন দুর্যোগ মুহূর্তের শুরু থেকে চাটখিল সোনাইমুড়ীর ছাত্রলীগ-যুবলীগের সকল সৈনিকগণ অসহায় ও কর্মহীন দের সাথে ছিলাম, এখনো আছি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।