
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে ইউপি সদস্যের প্রত্যক্ষ মদদে সালিশ বৈঠকে তৃতীয় লিঙ্গের সদস্যের পরিবারের উপরে হামলা ও শ্রীলতা হানির চেষ্টা হয়েছে।
গত ২৯ এপ্রিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী নিন্দুর বাড়ীর তৃতীয় লিঙ্গের সদস্যের মারিয়া সুলতানা (২৪) এর পরিবারের উপরে এই হামলা ও শ্রীলতা হানির চেষ্টা হয়েছে।
এই ঘটনায় খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃতীয় লিঙ্গের সদস্য মারিয়া সুলতানা (২৪)
অভিযোগ সূত্রে জানা যায় নজির আহমেদ নামক জনৈক ব্যক্তি মারিয়া সুলতানা ভাই কফিল উদ্দিন (৩৫) এর উপরে প্রায় সময় পাটকেল নিক্ষেপ করেন এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ এপ্রিল রাত ৮ ঘটিকায় উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার নাসির শেখের নেতৃত্বে রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী নিন্দুর বাড়ীতে শালিক বৈঠকের আয়োজন করা হয় এ সময় রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের গোমাতলী ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির শেখের প্রত্যক্ষ মদদে গোমতলী আলী ব্যাপারী বাড়ীর আতরের জামানের ছেলে আব্দুর শহীদ (৪৫), নিন্দুর বাড়ীর মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুর সাত্তার (৪৫), ছবর আলী হাজী বাড়ীর হোসেন আহম্মদ এর ছেলে সাদ্দাম হোসেন (২৬), একি ই বাড়ীর ইউসুফ আলীর ছেলে হাছান(২৫), সেকান্তর আলীর ছেলে আব্দুল্লাহ (৪০) সহ অন্যান্যরা তৃতীয় লিঙ্গের সদস্য মারিয়া সুলতানা ও তার মা ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে শ্রীলতা হানির চেষ্টা করে। এ সময় অভিযুক্তরা মারিয়া সুলতানার গলার স্বর্ণের চেইন ও কানের দুল হাতিয়ে নিয়ে যায়।
রামনারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার নাসির শেখ তৃতীয় লিঙ্গের সদস্য মারিয়া সুলতানা ও তার পরিবারের উপর হামলার বিষয়টি স্বীকার করে এই হামলায় তার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামরুজ্জামান বলেন শালির বৈঠকে তৃতীয় লিঙ্গের সদস্য মারিয়া সুলতানা ও তার পরিবারের উপর হামলা হলে তারা জাতীয় জরুরি সেবার নাম্বারে (৯৯৯) কল দিলে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরপরে মারিয়া সুলতানা একটি লিখিত অভিযোগ দিয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
