

সাইফুল ইসলাম রিয়াদ: সর্বক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পৌরবাজারের একটি হল রুমে পৌরসভা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজাম উদ্দিন ফারুক বলেন, ‘রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে কারণে এমাসটি সম্মানিত মাস। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, যে কারণে সেই রাত হাজার মাসের চেয়েও উত্তম। দিকভ্রান্ত মানবতাকে সঠিক দিশা দেওয়য়ার জন্য কোরআন নিয়ে গবেষণার বিকল্প নেই। ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে ও আন্তর্জাতিক পরিমন্ডল কোরআন দিয়ে সাজানোর বিকল্প নেই।
তিনি আরো বলেন, ‘মানুষ রচিত সকল আইনের ওপর কোরআনকে স্থান দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল ও পয়গম্বরদের পাঠানো হয়েছিল। কোরআন প্রতিষ্ঠার এই পথ সহজ নয়। যুগে যুগে নবী-রাসূল ও পয়গম্বরদের জীবন দিয়ে এর মূল্য দিতে হয়েছে। কোরআন ঘরে ঘরে রেখে দেওয়ার জন্য আসেনি। কোরআন এসছে পাঠ করার জন্য, কোরআনকে গবেষণা করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, এবং কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠা করার জন্য। কোরআনের আলোকে সমাজ বিনির্মান করা গেলে আল্লাহর সাহায্য ও বিজয় আসবেই ইনশাআল্লাহ।’
বাংলাদেশ জামায়াতে ইসলমী চাটখিল পৌরসভার সেক্রেটারি মাস্টার শাফায়াত হোসেনের সঞ্চালনায় পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, বিএমএর নোয়াখালী জেলার সাবেক সভাপতি ডা. এমএ নোমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাটখিল উপজেলা সহসভাপতি মাওলানা সামছুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।