
নোয়াখালীর চাটখিলে বিজয় দিবস উদযাপন শেষে এক এলডিপি কর্মীর উপর পরিকল্পিত ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাটখিল উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আলোচনা সভা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। আর এই কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে এলডিপি কর্মী শানেওয়াজ হোসেন বিজয়ের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়।
এতে শানেওয়াজ মারাত্মকভাবে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরে স্থানীয়রা তাকে চাটখিলি ইবনে সিনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়।
ইবনে সিনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আলম সুমন বলেন, গতকাল রাত আনুমানিক ১১ টার সময় স্থানীয়রা শানেওয়াজকে আমাদের হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে ভর্তি করে দেয়। এই মুহূর্তে সে আশঙ্কা মুক্ত, তবে পরিপূর্ণ সুস্থ হতে ৭ থেকে ১০ দিনের মত সময় লাগতে পারে।
চাটখিল উপজেলা এলডিপি’র সভাপতি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয় দিবসের প্রোগ্রামে আসা বদলকোট ইউনিয়ন এলডিপির প্রচার সম্পাদক শানেওয়াজ হোসেন বিজয় উপরে আওয়ামীলীগের সন্ত্রাসী ফারুক, ফখরুল সহ ৮/১০ জন একত্রিত হয়ে অতর্কিত ভাবে হামলা করে। এ হামলায় শানেওয়াজ হোসেন বিজয়ে কপালে, ডান হাতের তালুতে সিলাই দিয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করে তারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং
আমরা প্রশাসনকে অনুরোধ করবো আইন শৃঙ্খলা বজায় রাখতে অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।
