নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীর ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (৩১ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের বিসমিল্লাহ্ হোটেল ও রাজধানী হোটেল অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে উভয় প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়েশা স্টোরের ১০ হাজার, হাজী নুর নবী স্টোরের ১০ হাজার, গাজী হার্ডওয়ারের ১০ হাজার, একতা স্টোরের ১০ হাজার, সুমন স্টোরের ১০ হাজার, মিন্টু স্টোরের ১০ হাজার, নিউ সুমন স্টোরের ৪হাজার, বনলতা সুইটস এর ৫ হাজার ও সোহেল স্টোরের ২ হাজার সহ মোট ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূঁইয়া। এসময় তাকে সহযোগিতা করেন নোয়াখালী জেলা বাখরাবাদ গ্যাসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আবিদ হাসান, এ.এস.ই আমান উল্যা, দেলোয়ার হোসেন প্রমুখ।