সাইফুল ইসলাম রিয়াদঃ করোনাভাইরাসের প্রকোপ শুরু থেকে মাঠে ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম। চাটখিলের সর্বত্র জনসচেতনতা সৃষ্টি ও লকডাউন সফল করতে চাটখিলের প্রতিটি জনপদ চষে বেড়িয়েছেন। মাঠে কাজ করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হন। দীর্ঘ একমাস করোনার সাথে যুদ্ধ করে সুস্থ্য হয়ে গত গত ২৮ জুন কাজে যোগ দেন। কাজে যোগ দিয়েই মানবতার সেবায় প্রতিষ্ঠিত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ‘পুলিশ ব্লাড ব্যাংকে’ করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার জন্য আজ দুপুরে (৪ জুলাই) প্লাজমা ডোনেট করে গড়েছেন মানবতার আরেক দৃষ্টান্ত।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, ‘একজন করোনা থেকে সুস্থ ব্যক্তি তার প্লাজমা দিয়ে দুইজন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে ভুমিকা রাখার সুযোগ রয়েছে। আমার প্লাজমায় একজনও সুস্থ হলে, মানুষ হিসেবে এটাই জীবনের স্বার্থকতা।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেনো বাকি চাকুরী জীবন দেশের মানুষকে সেবা প্রদানের মাধ্যমে কাটাতে পারেন।