
বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফির বিন মাশরাফি বিন মুর্তজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নড়াইল-২ আসন থেকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হল।
আজ রবিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। পরে জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা মাশরাফির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় মনোনয়নপ্রত্যশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মাশরাফির মনোনয়নপত্রে কোনো গড়মিল বা সমস্যা না থাকায় তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন মোট ১৩ জন প্রার্থী। নড়াইল-২ আসনের মাশরাফিসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র সঠিক বলে ঘোষণা করা হয়েছে।