আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন বিএনপির মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি ধরা পড়েনি।
আজ রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কে এম কামরুজ্জামান সেলিম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য পূর্ব নির্ধারিত দিন রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে সারাদিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জা ফখরুলের মনোনয়নপত্রে কোনো গরমিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তিনি এ আসন থেকে একাধিকবার নির্বাচন করেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তিনি এ আসন থেকে একাধিকবার নির্বাচন করেন।