নোয়াখালীর বার্তা ডটকমঃ করোনাভাইরাস অজুহাতে নোয়াখালীর চাটখিল, কোম্পানীগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় দ্রব্যমূলের উর্ধ্বগতি রুখতে বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অন্তত ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী ৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন হাটবাজারের কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন সংবাদে বিভিন্ন বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি জানান, অভিযানকালে চাটখিল পৌরবাজারে চারটি, খিলপাড়া বাজারে চারটি পাইকারি মুদি দোকান, পাল্লা বাজারে দুটি ও দশঘরিয়া বাজারে দুটি দোকানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার সালাম জানান, উপজেলার তমরুদ্দি বাজারে অভিযান চালিয়ে চারটি মুদি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা বলেন, সেনবাগ পৌর বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে দুটি চালের আড়তদারকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান জানান, উপজেলার বিভিন্ন হাটবাজারের চাল ও পেঁয়াজের ১৮টি আড়ৎকে নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করায় ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বসুরহাট পৌরসভার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, করোনাভাইরাস রোগকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জেলার বাণিজ্য কেন্দ্র চৌমুহনীসহ বিভিন্ন উপজেলার হাটবাজারগুলোতে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। এটা অন্যায়। দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কোন অভাব নেই। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সে লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলমান থাকবে। অর্থদণ্ডের সাথে অসাধু ব্যবসায়ীদের সতর্কও করা হচ্ছে।