নোয়াখালীর বার্তা ডটকমঃ লক্ষ্মীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া জেলা শহরের সকল দোকানপাট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা বণিক সমিতির নেতারা। শুক্রবার বিকালে সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন না মানায় করোনাভাইরাসে ঝুঁকি এড়াতে বণিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। সমিতির পক্ষ থেকে খাবার হোটেল, কমিউনিটি সেন্টার ও জনসমাগমের সকল অনুষ্ঠান না করার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে বিকাল থেকেই প্রায় দোকানই বন্ধ দেখা গেছে। শহরে লোকজনের উপস্থিতিও কম লক্ষ্য করা গেছে।
এছাড়া নিত্যপন্যের বাজার দর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক বাজার মনিটরিংয়ে রয়েছে।
বিকালে পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়ীকে অর্থ দণ্ড দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম।
অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার জানিয়েছেন, এপর্যন্ত জেলায় সর্বমোট ৪৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিয়ম ভঙ্গকারীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।