সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের রাস্তার পাশে বালি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়িকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
৯ মে (মঙ্গলবার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খিলপাড়া ইউনিয়নের কামার বাড়ির দরজা, রহিম হাজীর বাড়ির দরজা ও অন্যান্য স্থানে রাস্তা/ব্রিজের উপর বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় খিলপাড়া বাজারের সিয়াম স্টোরের মালিক বালু ব্যবসায়ী ইকবাল হোসেনকে এ দন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, চাটখিল বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা বালু, ইট ও গাছ ফেলে রেখে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে যা একদিকে সৃষ্টি করে জনদুর্ভোগ এবং অন্যদিকে পরিবহন চলাচলে ঝুঁকি বাড়ায়।এ ধরনের বেআইনি কাজ বন্ধে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।