নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে ভুয়া ডাক্তার ধরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেল ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের নরলাম ডেলিভারি হাসপাতালের বিএমডিসির নন রেজিষ্টার্ড ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদানে দায়ে ১৯৮২ অধ্যাদেশ মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রক্তিম রোজ ফার্মেসিতে চেম্বার করা ভুয়া ডাক্তার নুর হোসেন পলাশ ভ্রাম্যমান আদালতের খবর শুনে পালিয়ে যায়। তাকে না পেয়ে তার ব্যানার, ডাক্তারি প্যাড, ভিজিটিং কার্ড জব্দ করে প্রতিষ্ঠানটিতে থাকা ভুয়া ডাক্তার পলাশের ভাই ও পিতাকে সর্তক করে ভ্রাম্যমান আদালত।
সেই সাথে বিএমডিসির রেজিস্ট্রেশন বিহীন চিকিৎসক দ্বারা চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার অভিযোগে নোভা ডায়াগনেষ্টিক সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সর্তক বার্তা দেওয়া হয়।
এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানের ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ফুটপাতের তিন দোকানদারকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাংবাদিকদের নিশ্চয়তা দিয়ে বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ সকল অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম নয়ন, স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, চাটখিল থানা পুলিশ ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।