নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারাণপুর ইউনিয়নের মল্লিকার দিঘি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় দায়িত্ব অবহেলার কারণে আবদুস শহীদ ও মো. মুজ্জাম্মিল নামের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, খোয়াজেরভিটি ফাজিল মাদ্রাসার সহকারি মৌলভী আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী মো. মুজ্জাম্মিল।
জানা গেছে, ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে মল্লিকার দিঘি ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হল ভূঁইয়া। কেন্দ্রের একটি কক্ষে নিজের যে কাজ তা না করে দায়িত্বরত পর্যবেক্ষক আবদুস শহীদ ও মুজ্জাম্মিল টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছিলো। এ সুযোগ নিয়ে ওই হলের পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে দেখা-দেখি ও হট্টগোল করছিলো। এতে কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং পর্যবেক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়টি প্রকাশ পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি কেন্দ্র সচিবকে অবগত করে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের পরীক্ষা হলের পর্যবেক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।