সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিলে মরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতি ও সফল শিক্ষার্থীদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল দশটায় উপজেলার বদলকোটি ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের রহমানিয়া এস.ডি.টি মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়। সেই সাথে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়ণরত গ্রামের ৩৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে ১৮ জন শিক্ষক, ৫ জন সফল অভিভাবক ও ৫ জন শিক্ষানুরাগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বদলকোট ইউপি চেয়ারম্যান সোলায়মান শেখ এর সভাপতিত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থীর জাহিদ হাসান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম সামসুল করিম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল নুর দুলাল, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, বদলকোট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বাশার চৌধুরী, রামগঞ্জ লামনগর একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, মেগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।