

সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফার সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক ছিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে কবক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি এইচএম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, চাটখিলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, রোজিনা শাহীন, বীর মুক্তিযোদ্ধা নূর আলম প্রমুখ।