নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে তার নিজ দোকান ঘর দখল করার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভূঁইয়া পরিবার।
২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাটখিল উপজেলা প্রেসক্লাবে ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে আলাউদ্দিন ভূঁইয়া বলেন, চাটখিল উপজেলার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ও ক্যাসিনো সম্রাট আশ্রাফুল আজিম রুবেল একটি মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ কিছু অনলাইন মাধ্যমে প্রচার করে। সে সম্পূর্ণ মিথ্যা ও অন্যায় ভাবে দাবি করে আমি আলাউদ্দিন ভূঁইয়া ও আমার ভাই কফিল উদ্দিন ভূঁইয়া সহ আমরা পেশিশক্তি দ্বারা সরকারি জায়গা বলে সম্পত্তি জবরদখল করে নিয়েছি। মূলত আমাদের ভূঁইয়া পরিবারের পৌরসভার ধামালিয়া মৌজার এম আর ৬৮ নং, ৪২ নং দাগের ডিএস ৪৮ নং খতিয়ানের তিন শতাংশ চান্দিনা বিটি সরকার কাঁচা বাজারের জন্য নিয়ে ধামালিয়া মৌজার ডিএস ৪২ নং দাগে ০.০৫ (আধা) শতাংশ এবং ডিএস ৪৩ নং দাগে ০.০৫ (আধা) শতাংশ মোট দুই দাগে এক শতাংশ সরকারি সম্পত্তি আমার বাবা তোফাজ্জল হোসেন ভূঁইয়া, আমাদের প্রতিবেশী আবু সাঈদ ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া এবং শহিদুল ইসলাম ভূঁইয়া এর নামে ১৯৮৩ ইং সালে বন্দোবস্ত দেয় সরকার। তার পর থেকে ৪২ বছর যাবত সরকারকে খাজনা দিয়ে আসছি। সেই সাথে উক্ত দোকান ঘর পুনরায় মে ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বোগ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছি।
আলাউদ্দিন ভূঁইয়া আরও বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ২০১৩ সালে আওয়ামী সন্ত্রাসী ও ক্যাসিনো সম্রাট আশ্রাফুল আজিম রুবেল কোন রকম আইন আদালতের তোয়াক্কা না করে চাটখিলে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ও যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেনের নেতৃত্বে আন্তজেলা ডাকাত দলের সদস্য রকি সহ ৭০-৮০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাদের লিজ কৃত সম্পত্তি দখল করে নেয়। তখন আমাদের উক্ত দোকান ঘরে ভাড়াটিয়া ব্যবসায়ীদের বের হয়ে যেতে বাধ্য করা হয়। যা কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল।
রুবেল মিথ্যা নাটক সাজিয়েছে উল্লেখ করে বিএনপি নেতা আলাউদ্দিন ভূঁইয়া বলেন, আমি ও আমার ভাই কফিল উদ্দিন ভূঁইয়া আমরা আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নিবেদিত কর্মী। বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে মামলা, হামলা, জেল, জুলুমসহ বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ছি। কিন্তু গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে আওয়ামী স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে বিতর্কিত করতে এই আওয়ামী সন্ত্রাসী আশরাফুল আজিম রুবেল গংরা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে একটি মিথ্যা নাটক সাজিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য প্রচার করছে। আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাবমূর্তির নষ্ট করার জন্য যার সাথে বাস্তবের কোনই মিল নেই। একই সাথে ক্যাসিনো সম্রাট রুবেল কে গ্রেফাতর কারার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলা উদ্দিন ভূঁইয়া, কফিল উদ্দিন ভূঁইয়া, মোজাম্মেল হোসেন লন্টু ভুঁইয়া ও মোঃ বিপু ভুঁইয়া।