নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিলে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আওয়ামী লীগ নেতার দোকান দখল করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত বিএনপি নেতা চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সোহরাগাজী হাজী বাড়ির মৃত সৈয়দুর রহমান ছেলে খোকন (৫০)। খোকন চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
গত ৫ আগস্ট সরকারের পতনের পর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের অফিস দখল করে নেয় এই বিএনপি নেতা খোকন।
এতেই তিনি ক্ষান্ত হননি। গত কয়েকদিন আগে দলবল নিয়ে পুনরায় অফিসের নিচে থাকা আরেকটি দোকান দখল করে তালা দিয়ে দেয়। সেই সাথে দোকানে থাকা ভাড়াটিয়াদের দোকান থেকে বের হয়ে যেতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া শুরু করে।
দোকান ঘরের ভাড়াটিয়া রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লোকমান হোসেন বলেন, ‘একবছর আগে আমি চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির কাছ থেকে রেস্টুরেন্টের মালামাল রাখার জন্য দোকানটি ভাড়ায় নিয়েছি। তখন তাকে ২ লাখ টাকা এডভান্স দিয়ে মাসিক ৫ হাজার টাকা ভাড়া হিসেবে একটি চুক্তি সম্পন্ন করি। এরপর থেকে দোকান ঘরটিতে মালামাল রেখে স্টোর হিসেবে ব্যবহার করা শুরু করি।গত কয়েকদিন আগে হঠাৎ করে দোকানটিতে বিএনপি নেতা খোকন তালা দিয়ে দেয়। পরে তারা আমাকে চাপ দিতে থাকে আমি যেন এই দোকান ঘর ছেড়ে দেই। যেহেতু আমি দোকানটি ভাড়া নিতে ২ লাখ টাকা জমানত হিসেবে রেখেছি, তাই আমি খোকন ভাইয়ের প্রস্তাবে রাজি হইনি। এখন পুনরায় তারা আমার উপরে জোর করছে আমি যেন দোকান ঘরটির মাসিক ভাড়ার টাকা বেলায়েত ভাইকে না দিয়ে খোকন ভাইকে দেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি’র এক নেতা বলেন গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার সরকার পতনের পর প্রত্যেক এলাকায় দুই চার জন সুবিধা বাদি লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে। অথচ গত ১৫ বছর আওয়ামী সরকার যখন বিএনপি’র নেতাকর্মীদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে তখন এরা কেউই আন্দোলন সংগ্রাম সহ কোন ধরনের দলীয় কর্মসূচিতে ছিল অংশগ্রহণ করে নাই। অথচ এখন এই সুবিধাবাদী আগাছাগুলো এখন দলের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। এদের জন্য আমাদের প্রাণপ্রিয় সংগঠনটি বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে।
দোকান ঘর দখলের বিষয়ে চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকনের সাথে যোগাযোগ করলে তিনি দখলের বিষয়টি স্বীকার করেন। এই জায়গার তাদের মালিকানার কোন কাগজপত্র আছে কিনা? এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূর্বে আওয়ামী লীগ সরকার ছিল তাই বেলায়েতেরা জায়গাটি সরকার থেকে লিজ নিয়েছে। এখন আওয়ামী লীগ সরকার নাই আমরা তাদের লিজ বাতিল করিয়ে পুনরায় আমাদের নামে লিজ করিয়ে নিবো।’
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের মুঠোফোনে দোকান ঘরটির মালিকানার বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, ‘জায়গাটি আমরা আতিক উল্লাহ সাহেব দের থেকে কিনে দোকান ঘর নির্মাণ করেছি। এবং প্রতিবছর সরকারকে উক্ত জায়গাটির খাজনা প্রদান করে আসছি। তারা এখন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে দোকান দখল করে নিতে চাইলেই তো তাদের হয়ে যাবে না।’
দখলের অভিযোগের বিষয়ে জানতে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের হাই কমান্ড থেকে দলীয় প্রভাব বিস্তার করে যেকোনো ধরনের অন্যায়ের বিষয় কঠিন ভাবে নিষেধাজ্ঞা আছে। আমরা আমাদের দলের কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগের সত্যতা ফেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।’