পূজার বন্ধ শেষ হলেই শুরু হবে নোয়াখালীর চাটখিল পৌর বাজারের ফুটপাতসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।
সেই সাথে যত্রতত্র-যাত্রী উঠানামা বন্ধ করে শৃঙ্খলার মধ্যে আসবে পরিবহন, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলো। এতে করে যানজট কমে নাগরিক জীবনে স্বস্তি ফিরবে, এমনাটাই বলছেন স্থানীয়রা।
বুধবার (০৯ অক্টোবর) দুপুরে চাটখিল উপজেলা সভা কক্ষে চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন এর সভাপতিত্ব এ সংক্রান্ত জরুরি এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা চাটখিল পৌর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল মুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় তারা পরিবহনের বিশৃঙ্খল অবস্থার কথাও তুলে ধরেন।
ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, ‘চাটখিলের এই সমস্যাগুলো দীর্ঘদিনের। ইতিপূর্বে প্রশাসন কয়েকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন ধরণের পরিবহনকে শৃঙ্খলা আনার পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু কয়েকদিন পরে আবারো পূর্বের ন্যায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভাড়ার ভিত্তিতে ফুটপাত ও সড়কের মধ্যে হকার বসিয়ে দিয়েছেন একটি মহল। যার কারণে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হচ্ছে না।
সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা ও পৌরসভা প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বলেন, ‘পৌর বাজারের যানজট নিরসন, ফুটপাতকে দখল থেকে মুক্তকরণ এবং বিভিন্নস্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন এখানকার মানুষ দাবী জানিয়ে আসছে। আমরা তাদের সেসব দাবী এবং অভিযোগ নিয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নিবো।’ এসয় তিনি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা ও পৌরসভার নামে সকল ধরনের পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ করা হবে বলেও জানান।
জরুরি সভায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর তানভীর আহমেদ আহমেদ, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজান রানা, পৌরসভা বিএনপি আহ্বায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম, সাধারণ সম্পাদক মাসুদ আলম, চাটখিল উপজেলা জামায়াতে সেক্রেটারী নুর হোসেন রিয়াজ, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সহ সভাপতি আনিস আহমেদ হানিফ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল পৌর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।