

নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিলে খিলপাড়া যুব রত্ন ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ ডিসেম্বর রাতে উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এর পৃষ্ঠপোষকতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও ক্রীড়ানুরাগী খালেদ বিন ইসলাম মিহির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ। চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মনির হোসেন সোহেল প্রমুখ।