

সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাটখিল উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর জেলার আহবায়ক আরিফুর ইসলাম, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আসানুল হক মাসুদ, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আকতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলার শাখার সংগঠকরা ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।