

নোয়াখালীর বার্তা ডটকম: রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে নোয়াখালীর চাটখিলে গণ অধিকার পরিষদ (জিওপি) চাটখিল উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
নোয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফজলে আলী তুহিনের সভাপতিত্বে এবং প্রবাসী অধিকার পরিষদের সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক ফরহাদ গাজীর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুর জাহের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির চাটখিল উপজেলা আহবায়ক হানিফ, নোয়াখালী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহিম, যুগ্ম আহবায়ক মো. সোহেল, নোয়াখালী জেলার শ্রমিক অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি মো. সরওয়ার আলম, নোয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূর আলম টিপু, যুব অধিকার পরিষদের নোয়াখালী জেলা সভাপতি ওসমান গণি রুবেল প্রমুখ।