

সাইফুল ইসলাম রিয়াদ:নোয়াখালীর চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ থেকে এই মিছিল শুরু হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়।
মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে চাঁদ, তাঁরা নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এসময় ‘এক দুই সাড়ে তিন, রাত পোহালে ঈদের দিন’ এরকম বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এবছর ঢাকার আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামায়াত শেষে সুলতানি আমলের রীতিতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে এরকম মিছিলের আয়োজন করা হয়।
এই অঞ্চলে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। ধারণা করা হয়, সেই আমলেই প্রথম ঢাকা শহরে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন শুরু হয়। পরবর্তী সময়ে মোঘলরা ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলেন।