

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
আজ ১৯ এপ্রিল শনিবার দুপরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাত চাটখিল থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাটখিল পৌরসভার (চাটখিল দক্ষিণ বাজার) নোমান হাসপাতালের পিছনে ফয়েজ উল্যার বিল্ডিং এর ৪র্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
এসময় নুরুল হুদা (৪০), পিতা- মৃত আব্দুল করিম, মামুন (৪৮), পিতা- মৃত এমদাদুল হক, মোঃ সেলিম (৪৪), পিতা- মৃত আব্দুল ছোবহান, আরিফুর রহমান মোহন (৩৭), পিতা- আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া চাটখিল থানার চাটখিল পৌরসভার সুন্দরপুর পলোয়ান বাড়ীর জনৈক আনোয়ার মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (৩৫), পিতা- মোঃ নুরুল হক, মোঃ নাছিম শেখ (২৩), পিতা- জাফর উল্যা, মোঃ ইউছুফ হোসেন জনি পিতা শাহজাহান ও অহিদুন নবী মিঠু দেওয়ান (৪০), পিতা- মৃত নুর মোহাম্মদ দেওয়ানকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন চাটখিল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাদক উদ্ধার ও মাদককারবীদের আটক সহ সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।