

নোয়াখালীর বার্তা ডটকম: চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী পালের বাড়িতে পার্শ্ববর্তী এলাকার একদল সন্ত্রাসীদের হামলায় নারী সহ ৪জন আহত হয়। এসময় হামলাকারীরা নগদ ১২হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে পালের বাড়ির সীমা বেগম বাদী হয়ে ৮জন সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে বুধবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বাদীর মালিক দখলীয় সম্পত্তির সংলগ্ন খালে অন্য এলাকা থেকে এসে জোর পূর্বক মাছ ধরার জন্য সেচ পাম্প বসাইলে জমিনের মালিক ও তার ভাতিজা বাধা দিয়ে মেসিন বন্ধ করে দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় । এ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকার ফখরুল ইসলাম প্রান্ত (৩০), মেহেদী হাসান হৃদয় (২৭), রেদওয়ান চৌধুরী দীপ্ত (২০) সালাউদ্দিন কাদের মামুন (৩০) দিদার হোসেন (২৪) রুবেল রাজু ওরফে রাজন (৩৫) নূর হোসেন শিপন (৪৫) ও আল আমিন (২৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন বুধবার দুপুরে লোহার রোড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালিয়ে ঐ বাড়ির সীমা বেগম, মোঃ জুয়েল, এয়াকুব হোসেন শান্ত ও লিপি বেগম কে মারধর করে আহত করে এবং বসত ঘরে কোপায় ও ভাঙচুর করে।
এসময় সন্ত্রাসীরা সীমা বেগমের একটি স্বর্ণের চেইন, লিপি বেগমের একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। এদের শোর চিৎকারে মোঃ জুয়েল এগিয়ে গেলে তাকেও মারধর করে তার পকেটে থাকা ১২হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি । মোঃ জুয়েল অভিযোগ করে বলেন তাদের উপরে দফায় দফায় হামলা করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। বিবাদীদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে আরো কয়েকটি অভিযোগ আছে। তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।