

সাইফুল ইসলাম রিয়াদ: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২৫ মে) রোববার সকালে নোয়াখালীর চাটখিলে তিন দিনব্যাপী ভূমি মেলার ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন পরবর্তী উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে ভূমি মেলা উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ভূমি মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মাঝে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারি এখন আগের চেয়ে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সম্পন্ন হচ্ছে। এসব সেবাকে আরও মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতেই ভূমি মেলার আয়োজন।
এসময়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজাহান রানা, পৌর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল এক মাসুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর জামায়াত আমির মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।