নোয়াখালীর বার্তাঃ মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’এই শ্লোগানকে সামনে রেখে ‘কবিসংসদ বাংলাদেশ’ আয়োজিত ৯ম জাতীয় কবি সম্মেলন-২০১৯, গত ০১ মার্চ ২০১৯ তারিখ শুক্রবার ১০ কবি জসিম উদ্দীন রোড, কমলাপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে উদ্বোধক ছিলেন জীবন্ত কিংবদন্তি শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই (ফিচার সম্পাদক, যুগান্তর), প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর (জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ) উপদেষ্টা-জনাব তৌফিক-ই-এলাহী, বিশেষ অতিথি ছিলেন কবি বেগম শামসুয জাহান নূর। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক কবি, ছড়াকার, গল্পাকার, লেখক, সাংবাদিক ও গুণীজন উপস্থিত ছিলেন। কবিতায় অসামান্য অবদানের জন্য ‘কবি জসিম উদ্দীন কবিতা পুরস্কার-২০১৯’ প্রদান করা হয়-কবি ও কলামিস্ট আবুল খায়ের-কে। উক্ত অনুষ্ঠানে সাহিত্যের ওপর বিশদ আলোচনা করা হয় এবং স্বরচিত কবিতা পাঠ করেন বরেণ্য কবি ও লেখকগণ। প্রকাশনা শিল্পের উন্নয়ন ও সৃজনশীল চেতনা বিকাশে কবি লেখকদের ভ‚মিকা সম্বন্ধে বিশেষ বক্তব্য রাখেন দিকদর্শন প্রকাশনী লি: ও গ্রন্থকুটির সৃজনশীল প্রকাশনা গ্রুপের সম্মানিত এমডি রতন চন্দ্র পাল। হাজার কবিতায় বঙ্গবন্ধুর আলোচিত লেখক ও কবি কাইয়ুম নিজামী, ‘কবিসংসদ বাংলাদেশ’ এর নির্বাহী সভাপতি লেখক মোস্তাক আহমাদ, কবি রাজু আলীম (চ্যানেল আই), কবি হানিফ খান, কবি বাপ্পী রহমান, কবি বাপ্পী সাহা’সহ আরো অনেক গুণীজন সাহিত্য আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছড়াকার তৌহিদুল ইসলাম কনক ও বৃষ্টি। সাহিত্য অনুরাগী ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দীনের কন্যাদ্বয় (হাসনা মওদুদ ও আসমা এলাহী) এবং ছেলে খুরশীদ আনোয়ার জসিম উদ্দীন। উক্ত অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত একটানা চলেছিল বিরতিহীনভাবে। দুপুরের খাবারের পর্বটা ছিল যেন বনভোজনের আমেজে। বরেণ্য কবিদের পদচারণায় ও উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পল্লী কবি জসিম উদ্দীনের বাড়ি।
উল্লেখ্য, কবি ও কলামিস্ট আবুল খায়ের নোয়াখালীর কৃতিসন্তান। তিনি সেনবাগ থানার আওতাধীন পূর্ব মোহাম্মদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। এই গুণী কবি ও কলামিস্ট এর আগেও কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার-২০১৮’ এবং ‘কবি বন্দে আলী মিয়া সাহিত্য পুরস্কারে’ ভূষিত হন এবং বিভিন্ন সংস্থা কর্তৃক প্রদত্ত ক্রেষ্ট ও সম্মাননা অর্জন করেন। আমরা এই গুণীব্যক্তির সার্বিক মঙ্গল কামনা করছি।