নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী জেলা জজ আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় বাহার উদ্দীন সুজন (২৮) নামে মাদক মামলার এক আসামি হ্যান্ডকাফসহ পালিয়েছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নূর মোহাম্মদ কালা মিয়ার ছেলে।
আদালতের পরোয়ানাভুক্ত আসামি বাহার উদ্দীন সুজনকে মাদকসহ বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক উজমা শোকরানার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় নোয়াখালী কারাগারের প্রিজনভ্যানে করে জেলখানায় নেওয়ার সময় কৌশলে এক হাতের হ্যান্ডকাফ খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সুজন। এ সময় আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলেও ধরতে পারেনি।
আদালতের একাধিক পুলিশ সদস্য বলেন, আসামিকে আদালত থেকে হাজতখানায় রাখার পর সে অস্বাভাবিক আচরণ এবং পরিধেয় বস্ত্র খুলে ফেলে উম্মাদনা শুরু করে। তাকে প্রিজনভ্যানে তোলার সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ অনেক চেষ্টা করেও রাত ৯টা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।
নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা করা হবে।
নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।