 
                
সাইফুল ইসলাম রিয়াদঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ছিনতাইকৃত মোটর সাইকেল সহ রাকিব (২৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এস.আই মহসিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমকী এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল সহ তাকে আটক করে রামগঞ্জ থানায় নিয়ে যায়।
এই সময় তার কাছ থেকে সমর দাসের ব্যবহৃত মোবাইল ও ফোনটি উদ্ধার করে পুলিশ। আটককৃত রাকিব নোয়াখালীর জেলার সোনাইমুড়ী উপজেলার আমকী এলাকার লোকমান হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সকালে রামগঞ্জ কলেজের অধ্যাপক সমর দাস মোটর সাইকেল যোগে রামগঞ্জ শহরে যাওয়ার পথে রামগঞ্জ-সোনাাইমুড়ী সড়কের বালুয়া চৌমুহনী এলাকায় ৪ জন মুখশদারী অস্ত্রের ভয় দেখিয়ে ঐ অধ্যাপকের গতি রোধ করে তার ব্যবহৃত মোটর সাইকেল, সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায় তারা।
পরে ঐ অধ্যাপক বিষয়টি নিয়ে ঐ দিনই রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
                         
                 
                 
                