
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া আব্বাস আলী বেপারি বাড়িতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন গতকাল বিকাল ৩.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
জানা যায়, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া আব্বাস আলী বেপারি বাড়ির মৃত আবদুল মালেক (বকুল) এর ছেলে মোঃ মহিউদ্দিন (প্রবাসী), মোঃ আবু ইউসুফ প্রবাসী, মোঃ ফজলুল করিম (প্রবাসী), মোঃ মুরাদ হোসেন (ছাত্র) মিলে তাদের পৈত্রিক সম্পত্তিতে বসতঘর করতে গেলে তাদের একই বাড়ির মোঃ বেলাল হোসেন, পিতা মৃত আসাদ উল্লাহ কিছু লোকজনের সহযোগিতায় চলাচলের রাস্তা রাখেনি বলে কাজে বাধা দেয় এবং তাদের নামে চাটখিল থানায় মিথ্যা অভিযোগ করে ,পরে কিছু সাংবাদিক এসে তাদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেন। এরই প্রতিবাদে মোঃ আবু ইউছুপ ও মোঃ মহিউদ্দিন সাংবাদিক সম্মেলন করেন। এই সময় মোঃ আবু ইউছুপ অভিযোগ করে বলেন, আমি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার লোক হই, কিন্তু স্বদেশ বিচিত্রা পত্রিকায় রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আমাদের মানহানি করেছে তাই আমরা এই প্রতিবেদকের বিচার চাই।
