
নোয়াখালীর বার্তা ডটকম: “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত দেশের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর একটি নতুন শাখা অফিস নোয়াখালীর চাটখিলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) চাটখিল পৌর বাজারের জাহাঙ্গীর টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস।
চাটখিল শাখা ইনচার্জ মোঃ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডি.এস.এম আব্দুল মতিন ফাহিম সহ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজারগণ, ইউনিট ম্যানেজার, উদ্বোধন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি রক্ষা, দাবি পরিশোধে সততা ও গ্রাহকসেবায় দক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই দেশের বীমা খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, “বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আস্থা লাইফ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান হলেও এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আমাদের প্রতিটি কর্মী সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেবার ব্রত নিয়ে জনগণের দোরগোড়ায় জীবন বীমার সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।” এই সময়ে আমাদের সম্মানিত পলিসি হোল্ডার তাসলিমা আক্তার, চাটখিল, নোয়াখালী ব্র্যাঞ্চের নিবাসী এর অকাল মৃত্যুতে তার নমিনিকে মৃত্যুদাবি বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করেন সম্মানিত সিইও স্যার।
অনুষ্ঠানের শেষে অতিথিরা নতুন শাখা অফিস পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এলাকার জনগণের আর্থিক সুরক্ষায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
