নোয়াখালীর বার্তা ডটকমঃ পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য চাটখিল থানার বিভিন্ন ইউনিয়নে ’আপনার ওসি‘ ব্যানারে দিনব্যাপী এলাকার লোকজনের অভিযোগ শুনেন। তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহন করেন চাটখিল থানায় ওসি আনোয়ারুল ইসলাম।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি মোঃ অানোয়ারুল ইসলাম জানান ‘অাপনার ওসি’ কার্যক্রমের মাধ্যমে এলাকার লোকজন থানায় না গিয়ে নিজ এলাকায় সরাসরি ওসি’র সাথে কথা বলতে পারবেন।
তিনি আরো জানান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুকের নির্দেশনায় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে আপনার ও সি ‘কার্যক্রম পরিচালনাকে আরো সহজ করেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় যে, স্থানীয়রা পুলিশের এই সেবা পেয়ে দারুন খুশি।
প্রবীন ব্যক্তি রুহুল আমিন বলেন, আমরা থানায় যেতে যেখানে ভয়ে থাকতাম সেখানে ওসি সাহেব নিজেই আমার বাড়ির সামনে এসে হাসি মূখে আমাদের সমস্যার কথা শুনছেন, সমাধান করছেন। যুবক শাকিলের ভাষায় পুলিশ যে জনগণের সত্যিকারের বন্ধু তার সফল বাস্তবায়ন হচ্ছে পুলিশের এই মহতী উদ্যোগ।
এ দিকে চাটখিল থানায় ওসি আনোয়ারুল ইসলামের যোগদানের পর থেকে কোন টাকা পয়সা লেনদেন ছাড়াই মানুষ নিরন্তর সেবা পাচ্ছে থানায়। সাধারণ মানুষের অভিযোগ মনযোগ দিয়ে শোনা এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থাগ্রহন, প্রতি জুমায় বিভিন্ন মসজিদে, সভা সেমিনারে, ওয়াজ মাহফিলে মাদক, সন্ত্রাসে, ইভটিজিং, জংগিবাদ বিরোধী বক্তব্য দিয়ে প্রচলিত পুলিশিং ধারনাকে বদলে দিয়ে এলাকায় মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস নির্মুল সহ নানা জনহীতকর কাজে ওসি আনোয়ারুল ইসলাম তথা চাটখিল থানার ভূমিকা ব্যপক প্রশংসিত হচ্ছে।
ইমাম-উলহক পি পি এম এর মতো বেশি দিন রাখবেনা